স্টাফ রিপোর্টার- মুজিব বর্ষ উপলক্ষে উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী,ঢাকার সার্বিক সহায়তায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের সারদা সুন্দরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আজ বৃহস্পতিবার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন মেডিকেল অফিসার ডা: রওনক জাহান, ক্যাম্পের উদ্বোধনের সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মো: আব্দুল কুদ্দুস সেন উপস্থিত ছিলেন। ক্যাম্প পরিচালনায় সহযোগিতায় ছিলেন স্যানিটারী ইন্সপেক্টর মো: আমজাদ হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, কামরুপ চন্দ্র দাস, প্রধান সহকারী, রথীশ চন্দ্র রায়, স্বাস্থ্য সহকারী, মো: আলাউদ্দিন। এসময় শিশু, নারী, পুরুষ সহ তিন শতাধিক রোগীর মধ্যে ঔষধ ও ব্যবস্থাপত্র বিতরন করা হয়।