বাহুবলে উপজেলা প্রশাসন ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের ঝটিকা অভিযানে কৃষাণ নামে এক মাদকসেবীকে আটক করা হয়েছে, সোমবার ২২শে ফেব্রুয়ারি বিকেলে উপজেলার মীরপুর ইউনিয়নের মীরপুর বাজারের পিছনে জোড়া ব্রীজের পাশে শ্মশানের পেছনে বাশঝাড় এলাকায় অভিযান চালিয়ে গাজা সেবন করার অপরাধে কৃষাণ সাহা(৪৫)কে আটক করা হয়, কৃষাণ সাহা মীরপুর ইউনিয়নের রূপশংকর গ্রামের দেবেন্দ্র সাহার ছেলে।
জানা যায়, বাহুবল উপজেলার মিরপুর বাজারের জোড়া ব্রীজের নিচে দীর্ঘদিন যাবত একটি শক্তিশালী চক্র জুয়া ও মাদকের আস্তানা গড়ে তুলেছে,এমন সংবাদ পেয়ে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার ও জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তাদের যৌথ অভিযান পরিচালনা করা হয়, এসময় মাদকসেবী কৃষাণ সাহাকে হাতেনাতে আটক করা হয়। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে(১৫)দিনের কারাদন্ড প্রদান করা হয়, দন্ডাদেশটি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার