স্টাফ রিপোর্টার- আজমিরীগঞ্জ পৌরসভাধীন পুকুরপাড় শ্রীশ্রী নিগমানন্দ সারস্বত আশ্রমের উদ্যোগে ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব এর ৫ দিন ব্যাপী বাংলাদেশস্হ ৬২ তম সার্বভৌম ভক্ত- সম্মীলনী অনুষ্টানের আয়োজন করা হয়েছে। মূল অনুষ্টান শুরুর পূর্বে গতকাল রবিবার অধিবাস অনুষ্টিত হয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকাল ৪ ঘটিকায় শ্রী শ্রী ১০৮ স্বামী নিগমানন্দ পরমহংসদেবকে নিয়ে শিষ্য ও ভক্তদের নিয়ে পৌরসভাধীন পুকুরপাড় গ্রামের নিগমানন্দ আশ্রম থেকে এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রা অনুষ্টিত হয়। এ ছাড়া রাত্রিকালীন অধিবাসের মাধ্যমে প্রথম দিবসের কার্য সমাপ্ত হয়। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ৫ দিন ব্যাপী চলবে এই ভক্ত সম্মিলনী মহোৎসব।বাংলাদেশের প্রতিটি জেলা থেকে ভক্তবৃন্দের উক্ত অনুষ্টানে উপস্হিত হওয়ার কথা রয়েছে। ভক্ত সম্মিলনী অনুষ্ঠানে যোগদান করে, গুরুর কৃপা লাভ হবে বলে ভক্তদের মনে দৃঢ় বিশ্বাস। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংস দেব তিনি শংকরের মত, গৌরাঙ্গের পথের দর্শন দেখিয়েছেন। ঠাকুরের দর্শনে ও স্মরণে উক্ত অনুষ্টানে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে ভক্তবৃন্দের আগমন ইতিমধ্যে শুরু হয়ে গেছে।